ঢাকায় প্রায় সাড়ে তিন হাজার বস্তি, বাসিন্দা ছয় লাখ

0
761

খবর৭১ঃ ঢাকা মহানগরে প্রায় সাড়ে তিন হাজার বস্তি। আর এসব বস্তিতে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের বসবাস। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট বস্তির সংখ্যা ১,৬৩৯টি। মোট জনসংখ্যা ৪,৯৯,০১৯ জন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেনের মোট বস্তির সংখ্যা ১,৭৫৫টি। এসব বস্তিতে জনসংখ্যা ১,৪৭,০৫৬ জন।

রবিবার সংসদ অধিবেশনে টেবিলে উপস্থাপিত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের লিখিত প্রশ্নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ ২০১৪’ অনুযায়ী এ তথ্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদাবর থানা এলাকায় ৪৭২, বাড্ডায় ১২১, বনানীতে ১০, দারুস সালামে ৫৪, ভাসানটেকে ৮, গুলশানে ৮, কাফরুলে ১০৩, খিলক্ষেতে ৭১, মিরপুরে ১১৭, মোহাম্মদপুরে ২৮৪, পল্লবীতে ৭০, রামপুরায় ১৬৮, শাহ আলীতে ১৫, শেরেবাংলা নগরে ১৩৮টি বস্তি রয়েছে

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের বংশালে ১৯, চকবাজারে ১৫০, ধানমন্ডিতে ১৭, গেন্ডারিয়ায় ৪৯, হাজারীবাগে ২৪৩, কলাবাগানে ৫, কামরাঙ্গীরচরে ২৬৫, খিলগাঁওয়ে ৪২৬, কতোয়ালীতে ৫, লালবাগে ২৭৮, মতিঝিলে ৪, নিউ মার্কেটে ৫, রমনায় ৮, শাহজাহানপুরে ৭৯, শাহবাগে ৭, সূত্রাপুরে ৫ ও ওয়ারীতে ২৬টি বস্তি রয়েছে।

২০১৪ সালের ২৫ এপ্রিল থেকে ২ মে এক সপ্তাহ ধরে বস্তিতে শুমারি পরিচালনা করে বিবিএস। তাদের জরিপ অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০ লাখ ৬২ হাজার ২৮৪ জন লোক বস্তিতে বাস করেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম, এ বিভাগে বস্তিবাসীর সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৯১৬ জন।

এছাড়া খুলনায় এক লাখ ৭২ হাজার ২১৯ জন, রাজশাহীতে এক লাখ ২০ হাজার ৩৬ জন, রংপুরে এক লাখ ১৮ হাজার ৬২৮ জন, সিলেট বিভাগে ৯১ হাজার ৬৩০ জন এবং বরিশাল বিভাগে ৪৯ হাজার ৪০১ জন বস্তিতে বাস করেন।

মন্ত্রী মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে প্রকল্প চলমান রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বস্তিগুলোতে বসবাসরত হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে ইউএনডিপি ও ইউকেএআইডির আর্থিক সহায়তায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্প শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here