খবর৭১ঃ জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে যোগ হবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি করা নিয়ে ছাত্রদলে সংকট, সংসদে দলীয় এমপিদের করণীয়-কৌশল, ২০দল ও ঐক্যফ্রন্টের মধ্যে সমন্বয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা করা হতে পারে।