ধোনির ‘নোংরা রাজনীতি’র শিকার যুবরাজ

0
990

খবর৭১ঃ

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুবরাজের সম্পর্কটা দলে থাকাকালেই খুব একটা ভালো ছিল না। এবার ধোনির বিপক্ষে গুরুতর অভিযোগ তুললেন যুবরাজের বাবা যোগরাজ সিং।

এই তো গেল সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন যুবরাজ সিং। ছেলের অবসর ঘোষণার মাত্র কয়েক দিনের ব্যবধানে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বোমা ফাটালেন যুবরাজের বাবা যোগরাজ সিং। সাবেক এ পেসারের দাবি, ভারতীয় ক্রিকেটের নোংরা রাজনীতির শিকার হয়েছেন তাঁর ছেলে যুবরাজ। আর এর পেছনে কলকাঠি নেড়েছেন নাকি ভারতের সাবেক অধিনায়ক ধোনি!

সাবেক বাঁহাতি অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ক্যারিয়ারে অনেক উত্থান-পতন রয়েছে। মাঝে ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কয়েক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন। তবে এর পেছনে নাকি আরও অনেক গল্পও লুকিয়ে ছিল। শুধু যুবরাজের সঙ্গেই নয়, যোগরাজ সিংয়ের দাবি, ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগও এমন নোংরা রাজনীতির শিকার। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, ‘এটা গৌতম গম্ভীরের সঙ্গেও ঘটেছে, বীরেন্দর শেবাগের সঙ্গেও। তারা অসাধারণ খেলোয়াড়। আর এখন এটা যুবরাজের সঙ্গেও ঘটল। ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও হয়েছিল। আমি জানি, এটা কেন হয়েছে। শুধু একজন ব্যক্তি এ সবকিছুর জন্য দায়ী।’

যোগরাজ সিং এখানে সরাসরি ধোনির নাম করেননি, তবে সেই ব্যক্তিটি যে ধোনি, তা বুঝিয়ে দিয়েছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পরই সব পরিষ্কার করবেন বলে জানিয়েছেন ভারতের হয়ে এক টেস্ট খেলা যোগরাজ, ‘আমি তার নাম নিতে চাই না, তবে ১৫ বছর ধরে সে এমন নোংরা রাজনীতি করছে। সে ভারতের ক্রিকেটারদের জীবন কঠিন করে দিয়েছে। বিশ্বকাপ শেষ হলেই সব পরিষ্কার করব। সে এটা আজীবন মনে রাখবে।’ যুবরাজের বাবা আরও বলেন, ‘আমি তাদের মতো না, যারা কিছু না বলেই চুপচাপ সব মেনে নেবে। সব সময় সত্য বলব। আর আমি যখন সত্য বলব, কেউ আমার সামনে এসে দাঁড়ানোর সাহসও পাবে না। আমি তার সম্পর্কে এখন বলতে চাইছি না, কারণ আমি চাই না এ সময়ে (বিশ্বকাপ) আমার কথার জন্য দল কোনো বিপদে পরুক।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here