টরি পার্টির নেতৃত্বে এগিয়ে গেলেন বরিস জনসন

0
401

খবর৭১ঃ ব্রিটেনের ক্ষমতাসীন টরি পার্টির নেতৃত্ব নির্বাচনে প্রথম দফার ভোটে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তার কাছের প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় তিনগুণ বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে থাকা ১৯২২ কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার বরিসের পক্ষে ১১৪টি ভোট পড়েছে।

বিবিসির খবর বলছে, প্রয়োজনীয় ১৭ ভোট না পাওয়ায় তিন প্রার্থী নেতৃত্ব দৌড় থেকে বাদ পড়েছেন।

নেতৃত্ব বাছাইয়ের নিয়ম অনুযায়ী, ৩১৩ কনজারভেটিভ সাংসদ এরপর ১৮, ১৯ ও ২০ জুন সিরিজ ভোটের মাধ্যমে আরও ৫ প্রার্থীকে ছেঁটে ফেলবেন। শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজনকে বেছে নিতে ভোট দেবে টোরি দলের নিবন্ধিত সদস্যরা।

বিজয়ী ব্যক্তির নাম ঘোষণা করা হবে জুলাইয়ের শেষদিকে। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা হওয়ার পাশাপাশি ওই বিজয়ী প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী তেরেসা মের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবারের ভোটে দ্বিতীয় জেরমি হান্ট পেয়েছেন ৪৩ ভোট। তৃতীয় হওয়া মাইকেল গোভ পেয়েছেন ৩৭ ভোট।

চতুর্থ স্থান অর্জন করেছেন ব্রেক্সিট বিষয়ক সাবেক মন্ত্রী ডমিনিক রব। পঞ্চম সাজিদ জাভিদ পেয়েছেন ২৩ ভোট। আর ষষ্ঠ হওয়া ম্যাট হ্যানককের ২০ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here