ট্যাংকার হামলার দায় অস্বীকার ইরানের

0
452

খবর৭১ঃ
ওমান উপসাগরে দুটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

বৃহস্পতিবার কোকুয়া কারেজেস ও ফ্রন্ট আলটেয়ার নামের নৌযানদুটিতে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে ইরানি উদ্ধারকারী দল ট্যাংকার দুটির ৪৪ ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়।

শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, তেহরানের বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের কোন ভিত্তি নেই।-খবর বিবিসি ও এএফপির

তারা আরো জানায়, ওয়াশিংটন অন্তর্ঘাতমূলক কূটনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা করছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ টুইটারে এক বার্তায় বলেন, নির্ভরযোগ্য কোন প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইরানের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তুলেছে।

পম্পেও সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা ইসলামি প্রজাতন্ত্র ইরান এসব হামলার জন্য দায়ী।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী এ হামলায় ইরানের জড়িত থাকার জোরালো প্রমাণ রয়েছে।

তবে এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভী বলেন, হামলার ঘটনার পর যত দ্রুত সম্ভব ইরান জাহাজগুলোকে রক্ষায় এগিয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here