খবর ৭১ঃ ইংল্যান্ডের বিপক্ষে সতর্ক সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরুর পর তৃতীয় ওভারেই এভিন লুইস বোল্ড হয়ে যান। ক্রিস ওয়েকসের বলে মাত্র চার রানে প্রথম উইকেট হারানোয় ধাক্কা খায়। সেই ধাক্কা কাটাতে দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলের সঙ্গী হয়েছেন শাই হোপ। এ দু’জনের সতর্ক ব্যাটিংয়ে ১০ ওভারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেটে ৪১ রান।
এর আগে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দু’দলই তিনটি করে ম্যাচ খেলেছে। দুই জয় ও একটি পরাজয়ে ইংল্যান্ডের পয়েন্ট ৪। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একটি জয়, একটি পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ইংল্যান্ডের একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাফেট, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল, ওশান থমাস।