শেরপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
417

আবু হানিফ, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে একহাজার পিস ইয়াবাসহ জুব্বার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । জুব্বার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামাড়ী গ্রামের আব্দুর কাদের মিয়ার ছেলে ।

আজ দুপুর দেড়টার দিকে শহরের খোয়ারপাড় এলাকা থেকে ইয়াবাসহ আটক করে শেরপুর সদর থানার এসআই মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের খোয়ারপাড় সিএনজি স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এক সিএনজি যাত্রীকে তল­াশি করা হয়। এসময় তার পড়নে থাকা আন্ডারওয়্যারের গোপন পকেটে ৫ টি কাগজের প্যাকেটে মোড়ানো এক হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে শেরপুর সদর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে  এবং দলের অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here