শচীনকে টপকাতে ৫৭ রান দরকার কোহলির!

0
811

খবর ৭১ঃচাই আর ৫৭ রান। তাহলেই শচীন টেন্ডুলকারকে টপকে যাবেন। একদিনের ক্রিকেটে ১১ হাজার রান থেকে আর ৫৭ রান দূরে আছেন বিরাট। ১১ হাজার রান হলেই তিনি বিশ্ব ক্রিকেটের অষ্টম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন।

ভারতীয়দের মধ্যে তৃতীয়। বিরাটের আগে আছেন দুই ভারতীয়। শচীন তেন্ডুলকার (‌১৮,৪২৬ রান)‌ ও সৌরভ গাঙ্গুলি (‌১১,৩৬৩ রান)‌। ৫৭ রান করলে মাত্র ২২২ ইনিংসে ১১ হাজার রানের ক্লাবে ঢুকবেন বিরাট। শচীন এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২৭৬ ইনিংসে। সেটাই দ্রুততম এখন পর্যন্ত।

তাই দ্রুততম ১১ হাজার রানের ক্লাবে ঢোকার সুযোগ বিরাটের সামনে। এমনকি ৫৭ রান করলে যুবরাজকেও টপকে যাবেন বিরাট। বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের তালিকায় ভারতীয়দের মধ্যে বিরাট চলে আসবেন ছয় নম্বরে। ইতিমধ্যেই বিরাট ১৯ ইনিংসে করেছেন ৬৮৭ রান। যার মধ্যে দুটো শতরান ও দুটো অর্ধশতরান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here