খবর৭১ঃ ঋণের ভারে ডুবে থাকা কৃষকদের সাহায্যে এগিয়ে এলেন অমিতাভ বচ্চন। বিহারের ২ হাজার ১০০ কৃষকের ব্যাংক লোনের টাকা মিটিয়ে দিলেন তিনি। বলিউড শাহেনশার এই মানবিকতায় মুগ্ধ দরিদ্র কৃষকরা।
নিজের ব্লগে এ কথা জানিয়েছেন অমিতাভ নিজেই। তিনি লিখেছেন, ‘প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করলাম। বিহারের ২,১০০ জন কৃষকের ব্যাংক লোনের টাকা ওয়ান টাইম সেটলমেন্টের মাধ্যমে মিটিয়ে দিলাম। এই কৃষকদের কয়েকজনকে বাসভবনে ডেকে শ্বেতা ও অভিষেকের হাত দিয়ে তাঁদের হাতে ঋণশোধের কাগজপত্র তুলে দেওয়া হল।’
বিহারের কৃষকদের ঋণ পরিশোধ করে দেওয়ার কাজে তিনি যে এগিয়ে আসবেন, তার একটা আভাস এর আগে নিজের ব্লগে দিয়েছিলেন অমিতাভ। এর আগেও গত বছর উত্তরপ্রদেশের এক হাজার কৃষকের ঋণ মিটিয়ে দিয়েছিলেন বিগ বি। এরপর পুলওয়ামার শহিদ পরিবারদের জন্য কিছু করার ইচ্ছে তার রয়েছে বলে জানিয়েছেন অমিতাভ।