খবর৭১ঃডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে টাকা তোলার ঘটনায় এবার সাত বিদেশির বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার তদন্ত বিভাগের এসআই প্রশান্ত কুমার সিকদার বাদী হয়ে এই মামলা করেন। গত সোমবার রাজধানীর বাড্ডা থানায় মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন- দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩), শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭)। আর পলাতক আছেন ভিতালি ক্লিমচুক (৩১)।
এর আগে গত ৩ জুন খিলগাঁও থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত গত ৩১ মে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাড্ডায় এটিএম বুথ থেকে সংঘবদ্ধ জালিয়াত চক্রের দুই বিদেশি সদস্য অবৈধভাবে প্রায় সাড়ে চার লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের সময় ধরা পড়ে চক্রের দুই সদস্য।
পরে অভিযানে চক্রের আরও চারজনকে গ্রেফতার করা হয়। এর আগে ৩০ মে ইউক্রেনের নাগরিক হ্যাকার গ্রুপের সাত সদস্য বাংলাদেশে আসে।