খবর৭১ঃ নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে শিশুসহ ৯ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুল্লাহ। তিনি বলেন, বুধবার সকালে হঠাৎ হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে ৯ জন আহত হয়। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলো- রাফি (২ বছর ৬ মাস), মো. ইসমাইল (৫), ইমাম উদ্দিন (৫), সুমাইয়া (১২), মো. রাসেল (১৬), মো. ইব্রাহিম (৫০), পারুল বেগম (৪৭), বাদশা (৩৫) ও রোজিনা বেগম (২০)।
রোগীর স্বজনরা জানান, সকাল ৭টার দিকে হঠাৎ শিশু ওয়ার্ডে বিকট শব্দে পলেস্তারা খসে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ভয়ে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগীরা।
এর আগে গত বছরের জুলাই মাসে হাসপাতালের দ্বিতীয় তলায় একই ধরনের আরেকটি ঘটনায় দুই নার্স আহত হন। প্রায় তিন বছর আগে গণপূর্ত বিভাগ হাসপাতালটির শিশু ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ডকে পরিত্যক্ত ঘোষণা করে।