সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

0
511

খবর ৭১: রাজধানীর সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দু’টি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ১১টি চাকু, ৪০টি ব্লেড, ১১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মো. আরিফুর রহমান (৩৪), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. মনির (৪০), মো. মোস্তাক মোল্লা (২৬), মো. আব্দুল মুকিম (২৭), মো. সোহাগ (২৮), বিল্লাল হোসেন (২৪), মো. রনি (২৭), মো. নাছির (৪০) ও মো. জাকির হোসেন (৪৮)।

মঙ্গলবার (১১ জুন) রাতে র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালায়। এসময় দু’টি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ সদস্যকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here