খবর৭১ঃঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি পাওয়া শাকিব খান ও ববির ‘নোলক’ ছবিটি প্রশংসা কুড়িয়েছে। রাজধানীসহ সারা দেশে সাফল্যের সঙ্গে চলছে ছবিটি। ছবির প্রচারের এরইমধ্যে ঢাকার বেশ কয়েকটি হলে গিয়ে ছবিটি দেখেছেন ববি। দর্শকদের প্রতিক্রিয়া দেখেছেন কাছ থেকে।
এবার চট্টগ্রামে যাচ্ছেন ‘নোলক’ ছবির নায়িকা।
এর আগে চট্টগ্রামে ‘দেবী’ ছবির প্রচারণায় গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে বেশ সাড়াও পেয়েছিলেন তিনি।
নায়িকা ববিও জয়ার পথে হাঁটতে চান। তিনি নায়িকা হিসেবে হাজির হবেন চট্টগ্রামের দর্শকদের সামনে। কাউন্টারে বসে টিকিট বিক্রিটাও উপভোগ করতে চান তিনি।
গণমাধ্যমকে ববি জানান, বলিউডে ছবি মুক্তির আগে ভারতজুড়ে অভিনেতা-অভিনেত্রীরা প্রচারণা চালান। অথচ আমাদের এখানে এখনো সেই প্রথা চালু হয়নি। দু-একজন ছাড়া প্রচারণায় তেমন কাউকে দেখা যায় না। আমি চাই প্রথাটি চালু হোক। চট্টগ্রামে যাব সামনের সপ্তাহে। তার পরই যাব খুলনায়। আশা করছি, সেখানকার দর্শকদের সঙ্গে দারুণ সময় কাটবে।