খবর৭১ঃ বাজেট ঘোষণার দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে অর্থমন্ত্রীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ বলেন, দুই দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন অর্থমন্ত্রী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।