খবর ৭১: সময়সূচি অনুযায়ী খেলা শুরু হতে বাকি আধঘণ্টার মতো। তবে আপাতত নির্দিষ্ট সময়ে খেলা শুরু হওয়ার কোন লক্ষন নেই ব্রিস্টলে। সকাল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি, সাথে বাতাসও রয়েছে। খেলোয়াড়রাও হোটেল ছাড়েননি শেষ খবর পাওয়া পর্যন্ত (স্থানীয় সময় সকাল ৯ টা ৫০ মিনিট)।
স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে মাঠ পরিদর্শনে নামবেন দুই আম্পায়ার। এরপর সিদ্ধান্ত নেবেন ম্যাচ খেলানোর বিষয়ে। তাতে হয়তো পুরো ৫০ ওভার ম্যাচ মাঠে গড়াবে না। তবে কার্টেল ওভারে হলেও বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটি খেলানোর পরিকল্পনার কথা জানা গেছে।
ম্যাচ শুরু হলেও কতক্ষণ তা চালিয়ে যাওয়া সম্ভব হবে তা নিয়ে থাকছে প্রশ্ন। বৃষ্টি থামলেও ব্রিস্টলে হাড়ে কামড় বসানো ঠান্ডা। বেলা বাড়লেও ঠান্ডা কমার পূর্বাভাস নেই। বরং আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, তুষারপাতও হতে পারে ব্রিস্টলে।
এছাড়া স্থানীয় সময় বেলা ১২টার দিকে আবার বৃষ্টি শুরু হতে পারে। যদিও ইংলিশ গ্রীষ্মে তাদের আবহাওয়া নিয়ে জোর দিয়ে কিছু বলার নেই। বৃষ্টি হয়তো আগেও হানা দিতে পারে ম্যাচে। মাঠ যেহেতু পরিচর্যার কাজ চলছে টস হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ্টি ভেজা মাঠ-উইকেট সঙ্গে আকাশে মেঘ এবং বাতাস। টস জয়ী দল প্রথমে বোলিং নিতে দ্বিতীয়বার ভাববে না। পেসাররা ছো মারবে ব্যাটসম্যানদের দিকে। শুরুতে ব্যাটিং পাওয়া দলের তাই রান পেতে ধুঁকতে হবে বেশ। আর বৃষ্টির পেটে যদি ম্যাচের ঘন্টা তিনেক চলে যায় তবে বৃষ্টি আইনের দারস্ত হতে হবে।