শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন ইউএনওর মতবিনিময় সভা

0
519

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শাহ হুমায়ূন কবীর, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান, মিজানুর রহমান সুমন, সাখাওয়াত হোসেন টিটু, শফিক মিয়া, তাহমিনা বেগম, মামুন চৌধুরী, মোঃ জমির আলী, মোঃ আব্দুল কাদির, আজিজুর রহমান কাজল, বুলবুল প্রমুখ।
শায়েস্তাগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামক স্থানে স্বামীর হাতে মুক্তি রাণী দাস (৪০) নামে এক স্ত্রী খুন হয়েছেন।মঙ্গলবার (১১ জুন) সকালে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয় নি।এর আগে সোমবার রাত ৯ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হপাসাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তি রানী। নিহত মুক্তি রানী দাস উপজেলার পূর্ব বড়চর গ্রামের কিশোর দাসের স্ত্রী।পুলিশ জানায়- মুক্তি রাণী দাস ও তার স্বামী কিশোর দাস অলিপুর প্রাণ কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিশোর দাস তার স্ত্রীকে উপর্যপুরি কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here