জারদারি গ্রেফতারির ঘটনায় উত্তাল পাকিস্তান সংসদ মূলতবি

0
326

খবর৭১ঃভুয়া ব্যাংক অ্যাকাউন্ট মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির গ্রেফতারের ঘটনায় পাকিস্তানের সংসদে তুমুল হট্টগোল হয়েছে।

সোমবার সংসদের অধিবেশনে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে সুযোগ না দিয়ে রেলমন্ত্রী শেখ রশিদকে মাইক দেয়ায় সংসদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন পিপলস পার্টির সংসদ সদস্যরা। খবর ডন ও জিয়ো নিউজের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে মঙ্গলবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার।

পিতার গ্রেফতারের পর পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো সংসদে প্রবেশ করলে পিপলস পার্টির সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান।

স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিরোধী সংসদ সদস্যরা বিলওয়ালকে বক্তব্য দেয়ার অনুরোধ করেন। এরমধ্যে স্পীকার কেন্দ্রীয় রেলমন্ত্রী শেখ রশিদের নাম ঘোষণা করেন।

বিক্ষুদ্ধ পিপলস পার্টির সদস্যরা এ সময় স্পিকারের আসনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। জারদারির মুক্তি চেয়ে এ সময় স্লোগান দিতে থাকেন তারা। পিপলস পার্টির সদস্যদের বিক্ষোভে সংসদজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্পিকার আজকের মতো সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

সংসদ থেকে বের হয়ে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো সাংবাদিকদের বলেন, সংসদ অধিবেশনে আমার কণ্ঠকে থামিয়ে দেয়ার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here