অভিনেতা বাবরের বাম পা কেটে ফেলা হয়েছে

0
364

খবর৭১ঃমৃত্যু যন্ত্রণায় ভুগছেন অভিনেতা বাবর। গ্যাঙরিনের কারণে বাম পা কেটে ফেলতে হয়েছে। কমফোর্ট হাসপাতালে ডাক্তার খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধানে এই অপারেশন হয়েছে।

সোমবার দুপুরে বাবরের পারিবার এ তথ্য নিশ্চিত করেছে। গুণী এই অভিনেতা দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি এখন শয্যাশায়ী।

এর আগে গত রোববার রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে তার অপারেশন করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

অভিনেতা বাবরের স্ত্রী লতিফা বাবর জানান, রোববার অপারেশন করে বাবরের হাটুর নিচে থেকে কেটে ফেলে দিয়েছে।এর আগে এই অভিনেতার একই পায়ের তিনটি আঙ্গুল ফেলে দেওয়া হয়েছিল।তার শারীরিক অবস্থা ভালো নয়।

দীর্ঘদিন ধরেই বাবর অসুস্থ আর আমাদের আর্থিক অবস্থাও ভালো নয় জানিয়েছেন লতিফা বাবর। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই বাবরের চিকিৎসা করানোর কারণে তাদের আর্থিক অবস্থাও ভালো নয়।অনেক কষ্টে টাকা ম্যানেজ করে চিকিৎসা করানো হচ্ছে।কতদিন এভাবে চিকিৎসা চলবে তা নিয়ে চিন্তিত তার পরিবার।

এই অভিনেতার সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবরকে দর্শকদের কাছে খলনায়ক হিসেবে বেশি পরিচিত। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here