চুনারুঘাটে ১ হাজার ৪৭২ কেজি ভারতীয় চা পাতা জব্দ

0
393

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে ভারত থেকে অবৈধ পথে আমদানিকৃত ১ হাজার ৪৭২ কেজি চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০ জুন) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. জাহিদুর রশিদ। এর আগে সোমবার ভোরে উপজেলার সাতছড়ি ৫ নম্বর চা বাগান থেকে এগুলো জব্দ করা হয়।এম. জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে নায়েক সুবেদার মির্জা রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এই চা পাতা জব্দ করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। একইদিন ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।তিনি বলেন, অভিযানকালে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে ।
হবিগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় একটি বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন জ্বলছে। অথচ বিষয়টি জানেন না জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এদিকে হবিগঞ্জ জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া ফোন নাম্বারে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন জ্বলতে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া নাম্বারের বার বার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বার বারই নাম্বারটি বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল ফাত্তাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here