খবর৭১ঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, রুহুল কবির রিজভী সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ বেড়ে গেছে। চিকিৎসকের পরামর্শে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, রোববার রাতে হঠাৎ করে কয়েকবার বমি করেন রিজভী । রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন রিজভী। এখন তার স্যালাইন চলছে।’
রুহুল কবির রিজভী বিএনপির অন্যতম মুখপাত্র। দলের সংকটময় মুহূর্তে তিনি নয়াপল্টন কার্যালয় থেকে নিয়মিত প্রেস ব্রিফিং করেন। সরকার বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন দলীয় কার্যালয়ে অবস্থান করেন।