হন্ডুরাসের জালে ৭ গোল দিলো ব্রাজিল

0
1013

খবর ৭১ঃ কোপা আমেরিকার আগে খেলা সবশেষ প্রীতি ম্যাচে ব্রাজিল হন্ডুরাসকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। এদিন দলে নেইমার না থাকলেও ব্রাজিল ছিল পূর্ণ ছন্দে। নেইমারের অভাব একটুও বুঝতে দেননি দলের অন্য সতীর্থরা।

৯ জুন, রবিবার রাতে পোর্তো আলেগ্রের প্রীতি ম্যাচে গাব্রিয়েল জেসুসের জোড়া গোল ছাড়াও একটি করে গোল করেছেন ফিলিপে কোটিনহো, থিয়াগো সিলভা, দাভিদ নেরেস, রবার্তো ফিরমিনো ও রিশার্লিসনের।
ব্রাজিল প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে। আর দ্বিতীয়ার্ধে তা রূপ নেয় ৭-০তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here