খবর ৭১ঃ ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জমে উঠেছে। দীর্ঘ দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০ দল নিজেদের মধ্যে মুখোমুখি হবে একবার করে। পয়েন্ট টেবিলের প্রথম চারটি স্থানে থাকা দল সেমিফাইনালের টিকিট অর্জন করবে। বাকিদের বিদায় নিতে হবে লিগ পর্যায় থেকেই।
ইতোমধ্যে বিশ্বকাপের ১৪টি ম্যাচ খেলা হয়ে গেছে। শুরু হয়েছে পয়েন্ট টেবিলে সংখ্যার হিসেব। তবে এখনই কোনো দলকে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে দেওয়া সম্ভব নয়। আবার কোনো দলের শেষ চারে থাকাও নিশ্চিত নয়। লিগ টেবিলে উত্থান-পতন চলবে।
এখন পর্যন্ত নিউজিল্যান্ড তাদের প্রথম তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। কিউইরা হারিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানকে। তিনটি ম্যাচের দু’টিতে জিতে ইংল্যান্ড রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। এই মুহূর্তে তাদের পয়েন্ট ৪। ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারালেও পরাস্ত হয়েছে পাকিস্তানের কাছে। আর ভারত দুটি ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়েছে। তবে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে ভারতের জায়গা হয়েছে ইংল্যান্ডের পরের স্থানে।
আর বাংলাদেশ পর পর দুটি ম্যাচ হেরে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৮ নম্বর স্থানে।