খবর৭১ঃমালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান চিরুনি অভিযানে প্রতিদিনই গ্রেফতারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।
চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুন পর্যন্ত ৫ হাজারেরও বেশি বাংলাদেশি এ অভিযানে আটক হয়।
মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজাইমি স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ২৭ মে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই একটি অভিযানে অংশ নিয়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের প্রতিজ্ঞা ব্যক্ত করেন। আটক হওয়া অভিবাসিদের মধ্যে ৫ হাজার ২৭২ জন বাংলাদেশি রয়েছেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশী জেলে আটক রয়েছেন তার সঠিক সংবাদ জানা যায়নি।
সম্প্রতি বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর মালয়েশিয়া সফরে অবৈধ বাংলাদেশি প্রবাসী কর্মীদের মাঝে কিছুটা আশার আলো জাগলেও বাস্তবে অবৈধ শ্রমিকদের গ্রেফতারে শক্ত অবস্থানে রয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
এ ছাড়া আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার ৮ হাজার ৬, মিয়ানমারের ২হাজার ৩২৭, ফিলিপাইন ২ হাজার ২২, থাইল্যান্ডের ১ হাজার ২৭২, ইন্ডিয়ার ১ হাজার ২২৯, ভিয়েতনামের ৭৯৪, পাকিস্তানের ৭৭৫ জন। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।
উল্লেখ্য, মালয়েশিয়া সরকার অবৈধ বিদেশি কর্মীদের বৈধতার সুযোগ দিলেও প্রতারণার শিকার হয়ে অনেকেই বৈধতা পাননি।
ইতিমধ্যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেছেন, নতুন শ্রমিক নয় বরং বিগত দিনে যারা এদেশে ছিলেন যদি মালিক পক্ষ চায় তারা আগের কোম্পানিতে আসতে পারবে।
এদিকে নতুন শ্রম বাজার খোলার আগে অবৈধদের বৈধতার সুযোগ এবং আটক বাংলাদেশীদের জেল জরিমানা ছাড়াই দেশে ফিরিয়ে নিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছেন প্রবাসী বাংলাদেশিরা।