খবর৭১ঃসোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বেবোখ্যাত জনপ্রিয় বলি অভিনেত্রী কারিনা কাপুরের কয়েকটি ছবি। সে ঝড় অবশ্য প্রশংসার নয়, তাকে নিয়ে ট্রলে মেতেছে ভারতীয় নেটদুনিয়া।
তবে প্রিয় অভিনেত্রীর ছবিতে এসব ব্যঙ্গাত্মক মন্তব্য মোটেই ভালোভাবে নেননি কারিনার ভক্ত-অনুরাগীরা। তারা সমানতালেই সেসব মন্তব্যের জবাব দিয়েছেন।
কিন্তু তাতেই কি আর থামানো যায় সমালোচনাকারীদের! দ্বিগুণ উৎসাহে দিনভর কারিনাকে নিয়ে ট্রলে মেতে থাকতে দেখা গেছে তাদের।
গতকাল সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছিলেন কারিনা। যেখানে দেখা গেছে, উজ্জ্বল রোদের নিচে দাঁড়িয়ে ৩৮ বয়সী এ অভিনেত্রী। সেই সেলফির কারণেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার বেবো।
ছবির মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘চাচিমা’ বলে সম্বোধন করেছেন। বুড়িয়ে গেছেন, বয়স্ক লাগছে বড্ড। এসব বলে কটূক্তি করেছেন কেউ কেউ।
আর এতে তেলেবেগুনে জ্বলে ওঠেন কারিনাভক্তরা।
কটাক্ষকারীদের পাল্টা জবাবে তারা লেখেন- ওল্ড ইজ গোল্ড। প্রতিউত্তরে কটাক্ষকারীরা লেখেন- তা হলে পুষ্টিহীনতায় ভুগছেন কারিনা। বেবোকে কেউ গ্লুকোজ দাও।
একজনকে লিখতে দেখা গেছে, প্লিজ কারিনা তুমি কিছু খেয়ে নাও। তোমার এমন হাল কি করে হলো?
বলি বাবলের খবর, স্বামী সাইফ আলি খান ও সঙ্গে তৈমুরকে নিয়ে তাসকানে গরমের ছুটি কাটাতে গিয়েছিলেন কারিনা কাপুর। গ্রীষ্মকালীন ছুটির আমেজে কারিনার নানা মুডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর সেসব ছবি ট্রলড হয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় এমন ট্রলের শিকার এর আগেও হয়েছেন। গত বছর বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনি। মনিশ মালহোত্রার ফ্যাশন শোয়ে কারিনার জিরো সাইজ ফিগার নেটিজেনদের পছন্দ হয়নি তখন। তখন ভক্তরাই তাকে খাবারে মনোযোগী হতে পরামর্শ দেন।