ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

0
378

খবর ৭১ঃ ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি নিহত দুইজন মাদক ব্যবসায়ী। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম গণমাধ্যমকে জানান, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি র‌্যাবের এই কর্মকর্তা।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here