খবর৭১ঃবলিউডের সাম্প্রতিককালে উজ্জ্বল অভিনেত্রীদের মধ্যে একজন তাপসী পান্নু। পিংক, বেবি, নাম শাবানর মত একাধিক ছবিতে তার অভিনয় মনে রাখার মত। তবে এই অভিনেত্রীই একদিন থাকার জায়গা পাননি মুম্বইতে। তাপসী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাকে ঘর ভাড়া দিতে চাননি কেউ। একজন অবিবাহিত অভিনেত্রীর পক্ষে ঘর খুঁজে পাওয়াটা কঠিন হয়ে উঠেছিল। শুরুর দিকে তাপসীকে বেশ স্ট্রাগল করতে হয়েছিল। থাকার জায়গাই পাচ্ছিলেন না অভিনেত্রী। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একজন অভিনেত্রী হিসেবে বাড়ি খুঁজে পাইনি আমি।
সিঙ্গেল অভিনেত্রীকে কেউ থাকার জায়গা দিতে চায়নি। তার দাবি, এই কাজটাকে অনেকেই পছন্দ করেন না। অভিনেত্রী আক্ষেপ করে বলেন, দর্শকরা ৫০০ টাকা খরচ করে আমাদের দেখতে থিয়েটারে আসেন। কিন্তু সমাজে আমাদের সঙ্গে থাকতে তাদের আপত্তি। আমার কাছে শুরু থেকেই বিষয়টা খুব অস্বস্তিকর ছিল। প্রায় মাস খানেক ধরে খোঁজ করে একটা অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন তিনি। আদতে দিল্লির মেয়ে তাপসী। হায়দরাবাদেও থেকেছেন তিনি। বর্তমানে বোনের সঙ্গে থাকেন মুম্বইতে। বাবা-মা রয়েছেন দিল্লিতেই।