খবর৭১ঃ দুপচাঁচিয়ার ভাতআন্দা গ্রামে অভিযান চালিয়ে রেশমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৮ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, রেশমা দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ভাতআন্দা গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শুক্রবার রাতে তার বাড়িতে অভিযানে যায় থানা পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয় এবং ঘরের খাটের নিচে থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ দিন রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।