সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে পাহাড়ী চড়া থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক (৪৫)।
তাহিরপুর থানার এস আই গোলাম মোস্তফা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,শনিবার সকালে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিরেন্দ্রনগর বিওপির একটি টহলদল নিয়মিত টহল দেয়ার সময় রঙ্গাচড়া নামক স্থানে ভাসমান অবস্থায় এক ব্যাক্তির লাশ দেখতে পায়। পরে তারা তাহিরপুর থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১১টারদিকে তার লাস উদ্ধার করে।
তিনি আরো বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যাক্তির মরদেহটি ভারতীয় নাগরিক হবে। লাশ উদ্ধারের সময় তার পকেটে ভারতীয় রুপি ও ভারতীয় বিড়ি পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী পাহাড়ী চড়ায় অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। বিষয়টি ভারতীয় বিএসএফকে জানানো হয়েছে।