খবর ৭১: ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (০৮ জুন) সকালে সদর উপজেলার হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-ওই গ্রামের ইদ্রিস আলী শিকদারের ছেলে রাজু আহম্মেদ (৪২), পাতা মোল্লার ছেলে বাটুল মোল্লা (৩২), শরিফুল মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (২৮), শহিদ মোল্লা (২৪) ও মৃত মঙ্গল মণ্ডলের ছেলে ইসলাম মণ্ডলসহ (৫২) ১০ জন।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের নওশের মোল্লার ছাগল আহম্মদ শিকদারের ক্ষেত খায়। আহম্মদ শিকদার ছাগল খোয়াড়ে দিলে এ নিয়ে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।