বাংলাদেশ দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই: মরগান

0
294

খবর৭১ঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড গড়ে ২১ রানের জয়ের পর ভারতীয় মিডিয়া টাইগারদের প্রশংসা করার পরিবর্তেহেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে।

এনিয়ে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান বলেন, বাংলাদেশ দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলছে। বাংলাদেশের সঙ্গে আমাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা উজার করে দিতে হবে।

শনিবার কার্ডিফে বিশ্বকাপের চলতি আসরের ১২তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।

ম্যাচের ঠিক আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বলেন, বাংলাদেশ দলে বেশ কিছু ক্রিকেটার আছেন,যারাঅনেক দিন ধরেই খেলেছে। তাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে।

মরগান আরও বলেন, বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা আমাদের সিনিয়র খেলোয়াড়দের চেয়েও অনেক বেশি অভিজ্ঞ। আর এই অভিজ্ঞ ক্রিকেটাররাই আমাদের জন্য বড় হুমকি।জিততে হলে আমাদের ভালো খেলতে হবে।

বিশ্বকাপের গত আসরে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথবার কোয়ার্টারফাইনালে খেলে বাংলাদেশ।

সেই ম্যাচ প্রসঙ্গেমরগান বলেন, সেদিন তারা মন দিয়ে খেলেই ম্যাচ জিতেছে।আমরা সেভাবে খেলতে পারিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here