ট্যুরিস্ট বাস দূর্ঘটনায় দুবাইয়ে নিহত ১৭

0
397

খবর৭১ঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দূর্ঘটনায় ১৭ জন নিহত ও আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। খবর গালফ নিউজের।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় আল রাশিদিয়া মেট্রো স্টেশনের কাছে মোহাম্মদ বিন জায়েদ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

বিভিন্ন দেশের ৩১ যাত্রীকে বহন করা ওমানি নম্বরপ্লেটের একটি ট্যুরিস্ট বাস রাস্তার পাশের একটি সাইনবোর্ডে আছড়ে পড়ে। চালক ভুল সড়কে ঢুকে পড়ায় বাসটি দূর্ঘটনায় পড়ে।

দ্রুতগতিতে চলা বাসটি রাস্তার পাশের উঁচু প্রাচীরে ধাক্কা খাওয়ার পর এর সামনের জানালা ও বামপাশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

আহত হন ৯ জন। আহতদের কাছাকাছি রশিদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here