গরুর মাংসে হাড় বেশি; দুপক্ষের সংঘর্ষে আহত ২০

0
415

খবর ৭১ঃ গরুর মাংসে হাড় বেশি দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে কথাকাটাকাটির ঘটনায় দুদল গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে সরাইল উপজেলার খাঁটিহাতা ও কুট্টাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অন্তত ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাঁটিহাতা বিশ্ব রোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যান। এ সময় মাংসে হাড়ের পরিমাণ বেশি দেয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথাকাটাকাটি হয়।

এ নিয়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ওসি মফিজ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, সংঘর্ষের কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here