প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

0
499

খবর ৭১ঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অগ্রণী ব্যাংকের ম্যানেজার ও তার চালক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও অগ্রণী ব্যাংকের  ম্যানেজোর ইমারত আলী (৪২) এবং প্রাইভেটকার চালক রুবেল (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমকে বলেন, ব্যাংক কর্মকর্তা ইমারত বেলকুচির শ্বশুরবাড়ি থেকে প্রাইভেটকারে করে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। তারা হরিণচড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ইমারত আলী।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত চালক রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here