খবর ৭১ঃ স্কোরে বোর্ডে লড়াই করার মতো শক্ত পুঁজি এনে দিতে পারেননি ব্যাটসম্যানরা। উইকেটেও ছিল না বোলারদের অনুকূলে। তার ওপর উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ভুলে ক্রিকেটপ্রেমীরা এক প্রকার নিশ্চিত হয়েই গিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারবে বাংলাদেশ।
হেরেছেও বাংলাদেশ। তবে বড় ব্যবধানে নয়। স্বল্প পুঁজি নিয়েও বুক চিতিয়ে লড়াই করেছে মাশরাফিবাহিনী। একে একে নিউজিল্যান্ডের পতন ঘটেছিল ৮ উইকেটের। ছড়ায় রোমাঞ্চ। শেষ পর্যন্ত অবশ্য ১৭ বল বাকি থাকতে দুই উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
ম্যাচটি নিউজিল্যান্ড জিতে নিলেও ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স।
বিভিন্ন দেশের ক্রিকেট সমর্থকরা বাংলাদেশের এমন পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করছেন। কেউ কেউ বাংলাদেশকে আখ্যা দিয়েছেন আসরের ডার্ক হর্স হিসেবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ক্রীড়া প্রেমীদের বার্তায় স্পষ্ট, মাশরাফি বিন মুর্তজার দল এখন মোটেও কোনো সহজ প্রতিপক্ষ নয়।