জয়ের পথে ভারত

0
399

খবর ৭১ঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমেছে ভারত। জয়ে মিশন শুরু করতে হলে টিম ইন্ডিয়াকে করতে হবে ২২৮ রান। এ রিপোর্ট লেখা অবধি, ৩১.৩ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান। উইকেটে আছেন রোহিত শর্মা (৮৩) এবং মহেন্দ্র সিং ধোনি।

ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। দলীয় ১৩ রানের মাথায় শিখর ধাওয়ানকে বিদায় করেন কেগিসো রাবাদা। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ধাওয়ানের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। দলীয় ৫৪ রানের মাথায় ফেলুকাওয়োর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন দলপতি বিরাট কোহলি। তার ৩৪ বলের ইনিংসে ছিল একটি বাউন্ডারি, রান করেছেন ১৮। স্কোরবোর্ডে ৮৫ রান যোগ করেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। ইনিংসের ৩২তম ওভারে রাবাদা ফিরিয়ে দেন ৪২ বলে ২৬ রান করা রাহুলকে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। বুধবার (৫ জুন) ইংল্যান্ডের সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তোলে ২২৭ রান।

ইনিংসের তৃতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন এক ম্যাচ পর একাদশে ফেরা হাশিম আমলা (৬)। ষষ্ঠ ওভারে আবারো আঘাত হানেন বুমরাহ। এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার কুইন্টন ডি কককে। বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে তিনি করেন ১০ রান। এরপর ৫৪ রানের জুটি গড়েন দলপতি ফাফ ডু প্লেসিস এবং ভ্যান ডার ডুসেন। ইনিংসের ২০তম ওভারে যুভেন্দ্র চাহাল ফিরিয়ে দেন ডুসেনকে। ৩৭ বলে ২২ রান করে বোল্ড হন ডুসেন। একই ওভারে চাহাল বোল্ড করেন ৫৪ বলে চারটি চারের সাহায্যে ৩৮ রান করা প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিসকে।

২৩তম ওভারে ব্যক্তিগত ৩ রান করা জেপি ডুমিনিকে এলবির ফাঁদে ফেলেন কুলদীপ যাদব। দলীয় ৮৯ রানের মাথায় টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। ফেলুকাওয়ো-ডেভিড মিলারের ৪৬ রানের জুটি ভাঙেন চাহাল। ৪০ বলে ব্যক্তিগত ৩১ রানে চাহালের বলে তারই হাতে ধরা পড়েন মিলার। চাহাল নিজের চতুর্থ উইকেট তুলে নিতে বিদায় করেন আন্দেইল ফেলুকাওয়োকে (৩৪)।

এরপর কেগিসো রাবাদাকে নিয়ে এগুতে থাকেন ক্রিস মরিস। ৬৬ রানের জুটি গড়ে ইনিংসের শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে বিদায় নেন ক্রিস মরিস। তার আগে ৩৪ বলে একটি চার আর দুটি ছক্কায় তিনি করেন ৪২ রান। ইনিংসের শেষ বলে ইমরান তাহিরকে আউট করেন ভুবনেশ্বর কুমার। রাবাদা ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

যুভেন্দ্র চাহাল ১০ ওভারে ৫১ রান দিয়ে পান চারটি উইকেট। ভুবনেশ্বর কুমার ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। দুটি উইকেট পান ১০ ওভারে ৩৫ রান খরচ করা জাসপ্রিত বুমরাহ। কুলদীপ যাদব ১০ ওভারে ৪৬ রানের বিনিময়ে তুলে নেন একটি উইকেট।

নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে প্রোটিয়াদের। প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে হেরেছে ১০৪ রানের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রোটিয়াদের হারিয়েছে ২১ রানের ব্যবধানে।

দক্ষিণ আফ্রিকা একাদশ:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দেইল ফেলুকাওয়ো, ইমরান তাহির, কেগিসো রাবাদা, কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডুসেন, হাশিম আমলা, ক্রিস মরিস এবং তাবরাইজ সামসি।

ভারত একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, হারদিক পান্ডিয়া, যুভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব এবং লোকেশ রাহুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here