বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিবের দুইশো

0
489

খবর ৭১ঃ বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার আগে এই অসাধারণ কীর্তি গড়েছেন টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

বুধবার (৫ জুন) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লন্ডনের ওভালে খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচটি দিয়ে ৩২ বছর বয়সী সাকিব ওয়ানডে খেলার ডাবল সেঞ্চুরি পূরণ করছেন।

নিউজিল্যান্ড সাকিবের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। তাদের বিপক্ষে আগের ২১ ইনিংসে ব্যাট হাতে নেমে ৩০.২৬ গড়ে ৫৭৫ রান করেছেন সাকিব। জিম্বাবুয়ে বাদে একমাত্র কিউইদের সঙ্গেই একের অধিক (২টি) ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি। তার বোলিং রেকর্ড আরও ঈর্ষনীয়। কিউইদের সঙ্গে ২৫.৭৪ গড়ে নিয়েছেন ৩৫ উইকেট। চার উইকেট পেয়েছেন তিনবার। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের বিপক্ষেই এর চেয়ে কম গড়ে উইকেট শিকার করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here