খবর ৭১ঃ বিশ্বকাপে আজ বুধবার প্রথম মাঠে নামছে ফেবারিট ভারত। সাউদাম্পটনে এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।
আজ ভারতের প্রথম ম্যাচ হলেও প্রোটিয়াদের এটি তৃতীয় ম্যাচ। আগের দুটিতে হেরে দলটি অনেকটাই বিপদে। তাই এটি অনেকটা ডু অর ডাই ম্যাচ তাদের জন্য। অন্যদিকে ভারত চাইছে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থায় পৌছতে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার হাশিম আমলা। তার সাথে একাদশে যুক্ত হয়েছেন তাবরাইজ শামসি।