ঈদের সারাদিন বৃষ্টি থাকবে

0
333

খবর ৭১ঃ পশ্চিমা পূবালী বায়ুর প্রভাবে আজ বুধবার ঈদের সকাল থেকে সারাদেশে কোথাও গুড়ি গুড়ি, আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিনই বৃষ্টি থাকবে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, বুধবার সারাদিনই বৃষ্টি থাকবে। বছরের এ সময় এমন বৃষ্টিপাত স্বাভাবিক।
এদিকে, বুধবার ভোর রাত থেকে রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকালে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এরমধ্যেই মুসল্লিরা ঈদের নামাজ পড়তে ঘর থেকে বের হন। সকাল সাতটা ৪০ মিনিটের দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। প্রধান প্রধান সড়কগুলোতে পানি জমে যায়। রাস্তায় রিকসা ও সিএনজি চলাচল কম থাকায় ঈদের জামাতে অংশ নিতে যারা বের হয়েছিলেন, তারা পথে আটকা পড়েন। অনেকে আবার বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যান। বৃষ্টির কারণে ঈদের জামাতগুলো শুরু হতে দেরি হয়।রাজধানীতে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, পশ্চিমা-পূবালী বায়ুর সংযোগের ফলেই এই বৃষ্টি হচ্ছে।  বৃহস্পতিবারেও এমন আবহাওয়া বিরাজ করবে।
তিনি বলেন, আগামী সপ্তাহে দেশের উপকূলে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটতে পারে। এতে বর্ষার আবির্ভাব ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here