খবর ৭১ঃ দেশের লাখ লাখ মানুষের ঘরে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, কৃষক এবার ধানের ন্যায্যমূল্য পায়নি, ধান বিক্রি করতে পারেনি। তাদের ঘরে কোনও আনন্দ নেই। দেশের লাখ লাখ মানুষের ঘরে কোনও উৎসব নেই।
আজ বুধবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।