খবর ৭১ঃ এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে মুসলিম উম্মার ঘরে আনন্দের ঝর্ণাধারায় এসেছে ঈদ। আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই সুর-লহরি, ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’।
গতকাল মঙ্গলবার (৪ জুন) শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার (৫ জুন) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর।
ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন। পাশাপাশি মুসলিম উম্মাহ’র ঐক্য, বিশ্বভ্রাতৃত্ব, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।
প্রধানমন্ত্রীও তার বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং পরস্পরের সঙ্গে মিলে-মিশে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।