খবর৭১ঃশেষ পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে টানা ১১ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। অসাধারণ এই জয়ের পরও জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানের পুরো দলকেই। স্লো ওভার রেটের কারণে এই জরিমানা গুনতে হচ্ছে তাদের।
ইংল্যান্ডের ইনিংসের সময় পাকিস্তানের বোলিংয়ের জন্য যে সময় নির্ধারিত ছিল, তার চেয়ে এক ওভার বেশি সময় নিয়েছে সরফরাজ আহমেদরা। যে কারণে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া দলের বাকি ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ১০ ভাগ।
তবে পাকিস্তানের পুরো দলই নয় শুধু, জরিমানা গুনতে হচ্ছে ইংল্যান্ডের দুই ক্রিকেটারকেও। ইংলিশ পেসার জোফরা আর্চার এবং ব্যাটসম্যান জেসন রয়কে ম্যাচ ফি’র ১৫ ভাগ জরিমানা করেছে আইসিসি। শুধু তাই নয়, আর্চার এবং রয়- দু’জনের নামেই যোগ হয়ে গেলো একটি করে ডিমেরিট পয়েন্ট।।