ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান সমকালকে জানান, মঙ্গলবার ভোরে গিলাবাড়ী ক্যাম্পের অপর পার্শ্বে ভারতের আদমপুর সীমান্তে জহিরুলকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে সকাল ১১টার দিকে বিএসএফ তার লাশ নিয়ে যায়।
বিজিবির কর্মকর্তা বলেন, ‘বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে।’