নিউজিল্যান্ডের সাকিবকে নিয়েই যত ভাবনা

0
566

খবর৭১ঃসাকিব আল হাসানকে নিয়ে অতি সতর্ক নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সেই আভাস দিলেন কিউই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। বিশ্বসেরা অলরাউন্ডার থাকায় টাইগারদের সমঝে চলতে চাইছেন তিনি।

বরাবরই সাকিবের প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ওয়ানডে ও টেস্টে উভয় ফরম্যাটেই কিউইদের বিপক্ষে উজ্জ্বল পারফর্ম্যান্স তার। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে এ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে সেঞ্চুরি হাঁকান তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে গড়েন রেকর্ড ২২৪ রানের জুটি। বিশ্বকাপের গেল আসরে বল হাতে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে শিকার করেন ৪ উইকেট। টেস্টে সর্বোচ্চ ২১৭ রানের ব্যক্তিগত ইনিংসটিও তাদের বিরুদ্ধে। ৩৬ রানে ৬ উইকেটও ওদের বিপক্ষে।

সবমিলিয়ে সাকিবকে বাংলাদেশের অন্যতম শক্তিমত্তার উৎস দাবি করেছেন টেইলর। তিনি বলেন, আমরা জানি তারা (বাংলাদেশ) কিভাবে খেলে। সাকিব তাদের শক্তিমত্তা অনেক বৃদ্ধি করেছে।

আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেলতে নামবেন সাকিব। মাইলফলক স্পর্শ করার ম্যাচটি পারফর্ম্যান্স দিয়ে নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। এর আগে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফর্ম্যান্স উপহার দেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলার পর বোলিংয়ে এসে ভয়ংকর হয়ে ওঠা এইডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন বাঁহাতি ক্রিকেটার। অনন্য অলরাউন্ড নৈপূণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।নিউজিল্যান্ডের বিপক্ষেও সেরা ক্রিকেটারের দিকে চেয়ে টাইগার ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here