খবর ৭১ঃ এক লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায় করার জন্য প্রস্তুত করা হয়েছে রাজধানীর প্রধান ঈদ জামাতস্থল জাতীয় ঈদগাহ। মুসল্লিরা যাতে সুন্দরভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সে জন্য নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি। স্বাভাবিক বৃষ্টি হলে যাতে ঈদ জামাতে বিঘ্ন না ঘটে সে জন্য ওপরে দেওয়া হয়েছে ত্রিপল। তার নিচে থাকছে সামিয়ানা। সাধারণ পানি নিস্কাশনের জন্য খনন করা হয়েছে ড্রেন। রাষ্ট্রপতির জন্য থাকছে পৃথক ওজু ও টয়লেটের ব্যবস্থা। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিদের ওজুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।