খবর৭১:সিরাজগঞ্জে ফের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২০ জন। নিহত ব্যক্তিরা পেশায় সবাই নির্মাণ শ্রমিক। সোমবার (৩ জুন) রাত আড়াইটার দিকে রায়গঞ্জ উপজেলার ষোলমাইল-তবারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ি থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চার নির্মাণ শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ জন।
নিহত ব্যক্তিরা হলেন— গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুটিপাড়া গ্রামের মো. বুলু মিয়ার ছেলে হামিদুল ইসলাম (৩৪), একই উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের শাহজাহান আলী (৩৫), কিছামত-হালুদিয়া গ্রামের ফজলুল হক (৩৫) এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কিমাতপুর-মহুরীপাড়ার আতাউর রহমান (৩২)।