খবর৭১ঃ ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ রান ছিল বাংলাদেশের ৩৩০। সেই রান টপকে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৪৯ রানের টার্গেট দিল পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৮ রান করে তারা।
টানা ১১ ম্যাচে হেরে যাওয়া পাকিস্তানের বিশ্বকাপ শুরু পরাজয় দিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যাওয়া পাকিস্তান জয়ে ফিরতে মরিয়া। হারের শোক ভুলে ঘুরে দাঁড়ানো চেষ্টার আভাস দিচ্ছে দলটি।
সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান।
দলকে বড় সংগ্রহ এনে দিতে অনবদ্য ব্যাটিং করেন মোহাম্মদ হাফিজ।
ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্টব্রিজে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতে ১৪.১ ওভারে ৮২ রান করেন দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। ৬২ বলে অনবদ্য ৮৪ রানের ইনিংস খেলে সাঝঘরে ফিরেন হাফিজ।
৪০ বলে ৬টি চারের সাহায্যে ৩৬ রান করা পাকিস্তান ওপেনার ফখর জামান ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মঈন আলীর বলে স্ট্যাম্পিং হন। ৪৪ বলে ৫৫ রান করে ফিরেন সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত ৩৪৮ রান সংগ্রহ করে পাকিস্তান।