বড় সংগ্রহের পথে পাকিস্তান

0
413

খবর৭১ঃ ইংল্যান্ডের বিপক্ষে বাবর আজম এবং হাফিজের অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে বড় সংগ্রহের আভাস দিচ্ছে পাকিস্তান।

টানা ১১ ম্যাচে হেরে যাওয়া পাকিস্তানের বিশ্বকাপ শুরু পরাজয় দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যাওয়া পাকিস্তান জয়ে ফিরতে মরিয়া।

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান।

দলকে বড় সংগ্রহ এনে দিতে অনবদ্য ব্যাটিং করেন মোহাম্মদ হাফিজ।
ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্টব্রিজে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতে ১৪.১ ওভারে ৮২ রান করেন দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। ৬২ বলে অনবদ্য ৮৪ রানের ইনিংস খেলে সাঝঘরে ফিরেন হাফিজ।

৪০ বলে ৬টি চারের সাহায্যে ৩৬ রান করা পাকিস্তান ওপেনার ফখর জামান ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মঈন আলীর বলে স্ট্যাম্পিং হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৩৩ রানে সরফরাজ ব্যাট করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here