খবর৭১ঃ
১৩ জনকে নিয়ে মাঝ আকাশে নিখোঁজ হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি পণ্যবাহী বিমান। তাদের মধ্যে আটজন বিমান কর্মী ছিলেন বলে জানা গেছে। বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ আসামের যোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে অরুণাচলপ্রদেশের মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা দেয় আন্তোনভ এএন-৩২ বিমানটি। সেখানে চীন সীমান্ত সংলগ্ন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে নামার কথা ছিল সেটির। দুপুর ১টা নাগাদ শেষ বার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। তারপর আর খোঁজ মেলেনি।
সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন রাজনাথ সিংহ। নিখোঁজ বিমানটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে বায়ুসেনার ভাইস এয়ার মার্শাল রাকেশ সিংহ ভাদুরিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে জানান তিনি। টুইটারে রাজনাথ লেখেন, ‘নিখোঁজ এ-৩২ বিমান নিয়ে ভাইস এয়ার মার্শাল রাকেশ সিংহ ভাদুরিয়ার সঙ্গে কথা হয়েছে। এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা উনি জানিয়েছেন আমাকে। যাত্রীরা নিরাপদে ফিরে আসুন।’
দুই ইঞ্জিনের আন্তোনভ এএন-৩২ বিমান রুশ প্রযুক্তিতে তৈরি। গত চার দশক ধরে ওই বিমান ব্যবহার করছে ভারতীয় বায়ুসেনা।
এর আগে, ২০১৬ সালেও এভাবেই বায়ুসেনার আর একটি আন্তোনভ বিমান নিখোঁজ হয়ে গিয়েছিল। চেন্নাই থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে আন্দামান-নিকোবর যাওয়ার পথে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে ২৯ জন ছিলেন। বহু তল্লাশির পরও সেই বিমানের কোনো হদিস আজও মেলেনি। পাওয়া যায়নি ধ্বংসাবশেষও