রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নোটারী ক্লাবের পক্ষ থেকে শতাধিক দুস্থ ও অসহায় নারীদের মধ্যে ঈদের জন্য কাপড় বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের সাবিহা ক্যামিক্যাল ওয়ার্কস চত্বরে ঝালকাঠি নোটারী ক্লাবের সভাপতি মো. শামীম আহমেদ নারীদের হাতে নতুন কাপড় তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নোটারী ক্লাব অব ঝালকাঠির এসিস্ট্যান্ট গভর্ণর জিএম মোর্শেদ, রোটারিয়ান আনিসুর রহমান তাপু ও মানিক রায়। ঈদের নতুন কাপড় পেয়ে খুশি দুস্থ এসব নারীরা।