সরফরাজকে টসে হারালেন মরগান

0
359

খবর৭১ঃবিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। এতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। সোমবার রানস্বর্গ নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় গড়িয়েছে খেলা।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয় এবারের ক্রিকেট মহাযুদ্ধ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপযাত্রা করেন ইংলিশরা। স্বাভাবিকভাবে ফুরফুরা মেজাজে তারা। এ ম্যাচেও জয়ে চোখ তাদের।

অন্যদিকে মুদ্রার উল্টো পিঠ দেখে বিশ্বমঞ্চে সূচনা পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সরফরাজরা। এ ম্যাচে জয় পেতে মরিয়া তারাও।

ফর্মের বিচারে ঢের এগিয়ে ইংল্যান্ড। প্রতি ম্যাচে নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ইংলিশদের। ফর্মে আছেন দলের সবাই। ব্যাটসম্যান-বোলাররা আছেন অগ্নিঝরা ফর্মে।

এদিকে কোণঠাসা পাকিস্তান। সবশেষ টানা ১১ ম্যাচে হেরেছে দলটি। ব্যাটসম্যান-বোলাররা নিজেদের সেরাটা দিতে পারছেন না। তবে ‘আনপ্রেডিক্টেবল’ বলে ঘটতে পারে যেকোনো ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here